পরিবেশ কাকে বলে? পরিবেশের উপাদানসমূহ | পরিবেশের শ্রেণিবিভাগ | পরিবেশের গুরুত্ব | পরিবেশ আইন

পরিবেশ এর সংজ্ঞা

  • পরিবেশ হলো এমন একটি জিনিস যা আমাদের পারিপার্শ্বিকতা তৈরি করে এবং পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদেরকে ক্ষমতা প্রদান করে।

  • আমাদের চারপাশের গাছপালা, পশুপাখি, জীবজন্তু, মাটি, পানি, বায়ু, সূর্যের আরো, বন্ধু-বান্ধব এসব মিলিয়েই তৈরি হয় পরিবেশ

  • আমাদের চারপাশে যা কিছু আচে তা নিয়েই তৈরি হয় আমাদের পরিবেশ

পরিবেশের উপাদানসমূহ

পরিবেশের উপাদানগুলো হলো - গাছপালা, নদী-নালা, খাল-বিল, রাস্তাঘাট, ঘরবাড়ি, জল, সূর্য, মাটি, বায়ু, নৌকা, পশু-পাখি, বিদ্যালয়, দালান-কোঠা ইত্যাদি তথা আমাদের চারপাশের সকল কিছুই পরিবেশের অংশ।

পরিবেশের শ্রেণিবিভাগ

উপাদান অনুযায়ী পরিবেশকে ২ ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ
১। প্রাকৃতিক পরিবেশ
২। মানুষের তৈরি পরিবেশ বা কৃত্রিম পরিবেশ।

১। প্রাকৃতিক পরিবেশ
আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই তৈরি হয় প্রাকৃতিক পরিবেশ। যেমন - গাছপালা, পশুপাখি, মাটি, বায়ু, পানি ইত্যাদি।
মানুষ বেঁচে থাকার জন্য প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল।

২। মানুষের তৈরি পরিবেশ বা কৃত্রিম পরিবেশ
মানুষ নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিজের মতো করে যে পরিবেশ তৈরি করে, তাকেই মানুষের তৈরি পরিবেশ বা কৃত্রিম পরিবেশ বলে।
যেমন - বাড়িঘর, আসবাবপত্র, রাস্তা-ঘাট, নৌকা এসবই হলো মানুষের তৈরি পরিবেশ বা কৃত্রিম পরিবেশ।


পরিবেশের গুরুত্ব

পরিবেশ ছাড়া মানুষ বাস করতে পারে না। মানুষ ও অনান্য প্রাণী বেঁচে থাকার জন্য যে খাদ্য গ্রহণ করে তা পরিবেশ হতেই সংগ্রহ করে। তাই পরিবেশে গুরুত্ব অপরিসীম।
  • সুস্থ্যভাবে বসবাস করার জন্য পরিবেশ প্রয়োজন।
  • আমাদের বসবাস করার স্থান, বায়ু, খাদ্য এবং অন্যান্য কিছু আমরা পরিবেশে হতেই পেয়ে থাকি।
  • মাটি, পানি, বায়ু পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান।

পরিবেশ আইন

বিশ্বের বিভিন্ন দেশেই বিপন্ন পরিবেশের বিরুপ প্রভাব থেকে মুক্তির জন্য প্রতিষ্ঠিত হয়েছে পরিবেশ আইন। মূলত পরিবেশ ও বাস্তুসংস্থান তত্ত্বাবধান ও সংরক্ষণের আইনই পরিবেশ আইন।

পরিবেশ বিষয়ক প্রত্রিকা

বাংলাদেশ থেকে প্রকাশিত পরিবেশ বিষয়ক পত্রিকা
www.bdenvironment.com

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url