দৈব ত্রুটি এড়ানো সম্ভব নয় কেন?

কোনো একটি ধ্রুব রাশি কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে পরিমাপকৃত মানে অসামঞ্জস্য দেখা যায় তাই দৈব ত্রুটি। এই ত্রুটি সম্পর্কে আগে থেকে অনুমান করা যায় না। যেমন : ঘরের দৈর্ঘ্য মাপার জন্য মিটার স্কেল ঘরের মেঝেতে যতবার ফেলা হয় ততবার দৈব ত্রুটি পরিমাপের অন্তর্ভূক্ত হয়ে যায় কেননা একবার মাপার পর চিহ্ন দেয় হয়। সঠিকভাবে সেই চিহ্ন থেকে পরবর্তী বার মাপা সম্ভব হয় না। ফলে এই ত্রুটিকে এড়ানো যায় না। কিন্তু সতর্কতা অবলম্বন করে এই ত্রুটি কমিয়ে আনা যায়।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url