মৌলের একাধিক যোজ্যতা প্রদর্শনের কারণ কি?

মৌলের একাধিক যোজ্যতা প্রদর্শনের কারণ কি?

কিছু মৌলের যোজ্যতা অবস্থাভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ এরা একাধিক যোজ্যতা প্রদর্শন করে। সাধারণত মৌলের সর্বশেষ কক্ষপথের উপস্তরসমূহের মধ্যে ইলেকট্রন পুনর্বিন্যাসের কারণে বেজোড় ইলেকট্রন সংখ্যা পরিবর্তিত হয়। উচ্চ পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলসমূহ পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে।

যেমন - কার্বনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ-

C(6) : 1s22s22px12py1

যেখানে, কার্বনের যোজনী 2। কারণ কার্বনের 2টি বেজোড় ইলেকট্রন রয়েছে।

আবার, উত্তেজিত অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস-

*C(6) : 1s22s12px12py12pz1

যেখানে, কার্বনের বেজোড় ইলেকট্রন সংখ্যা 4 টি। তাই কার্বনের যোজনী 4।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url