৯ম শ্রেণির রসায়ন ৩য় এ্যাসাইনমেন্ট ৪র্থ সপ্তাহ সমাধান

নবম শ্রেণির রসায়ন ৩য় এ্যাসাইনমেন্ট ৪র্থ সপ্তাহ সমাধান

(ক) কাঁপড় কাঁচার সোডার জলীয় দ্রবণ + লেবুর রস = ?
(খ) ডিমের খোসা + লেবুর রস = ?

উপরের দুটি বিক্রিয়া হাতে কলমে সম্পন্ন কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ
১। রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন কর।
২। বিক্রিয়া দুটির ধরণ ব্যাখ্যা কর।

সমাধান
১নং এর সমাধান:
কাঁপড় কাঁচার সোডার রাসায়নিক সংকেত = Na2CO3
ডিমের খোসার রাসায়নিক সংকেত = CaCO3
লেবুর রসের রাসায়নিক সংকেত = C6H8O

রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন করা হলো:
ক) 3Na2CO3 + 2C6H8O7 → 3CO2 + 3H2O+2Na3C6H5O7
খ) 3CaCO3 + 2C6H8O7 → 3CO2 + 3H2O+2Ca3(C6H5O7)


২ নং এর সমাধন:
'ক' ও 'খ' দুটি বিক্রিয়াই একই রকম। ক নং বিক্রিয়ায় বিক্রিয়ক কাঁপড় কাঁচার সোডা বা সোডিয়াম কার্বনেট এবং খ নং বিক্রিয়ায় বিক্রিয়ক ডিমের খোসা বা ক্যালসিয়াম কার্বনেট দুটোই ক্ষারীয় প্রকৃতির। 
দুটি বিক্রিয়াতেই লেবুর রস বা সাইট্রিক এসিড ব্যবহার করা হয়েছে। দুটি বিক্রিয়াতেই কার্বনডাই-অক্সাইড ও পানি উৎপন্ন হয়েছে। তাহলে বলা যায় দুটি বিক্রিয়াই প্রশমন বিক্রিয়া।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url