প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়া পার্থক্য

প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়া পার্থক্য 

  • প্রত্যাবর্তী প্রক্রিয়ায় পরিবর্তনের পর বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখবর্তী ও পশ্চাৎবর্তী পরিবর্তনের প্রতিটি স্তরে তাপ, কাজ ও অন্তঃস্থ শক্তির পরিবর্তন সমান ও বিপরীতমুখী হয় কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া পরিবর্তনের পর কখনই বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না।
  • প্রত্যাবর্তী প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে না, কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে।
  • প্রত্যাবর্তী প্রক্রিয়ায় তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে না।

আরো পড়ুনঃ

👉  তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম ও পরিপার্শ্ব কাকে বলে?

👉  প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়া পার্থক্য 

👉  সমচাপ প্রক্রিয়া কাকে বলে?

👉  প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url