কাজ কাকে বলে? কাজ কত প্রকার ও কি কি? ধনাত্মক কাজ ও ঋণাত্মক কাজ

কাজ কাকে বলে?

কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর সরণের গুণফলকে কাজ বলে। কাজকে W দ্বারা প্রকাশ করা হয়।

গাণিতিকভাবে, 

কাজ = বল × সরণ

W = F×s

যেখানে, F = বল এবং s = সরণ।

  • কাজ ধনাত্মক, শূন্য বা ঋণাত্মক হতে পারে।

  • কাজ স্কেলার রাশি যেখানে, বল এবং সরণ ভেক্টর রাশি।


কাজের প্রকারভেদ

কাজ দুই প্রকার। যথাঃ

  • ধনাত্মক কাজ এবং
  • ঋণাত্মক কাজ

ধনাত্মক কাজ কাকে বলে?

কোনো বস্তুর ওপর বল প্রয়োগে যদি বলের দিকে বস্তুর সরণ হয় অথবা বলের দিকে সরণের উপাংশ থাকে তবে ঐ বল দ্বারা কৃতকাজকে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ বলে।

ঋণাত্মক কাজ কাকে বলে?

কোনো বস্তুর ওপর বল প্রয়োগের ফলে বলের বিপরীত দিকে বস্তুর সরণ ঘটলে বা বলের বিপরীত দিকে সরণের উপাংশ থাকলে যে কাজ সম্পন্ন হয় তাকে ঋণাত্মক কাজ বলে।


আরো পড়ুনঃ

👉 মুক্ত ভেক্টর কাকে বলে?

👉 ভেক্টর গুণন: ভেক্টর গুণফল বা ক্রস গুণফল কি?

👉 ভেক্টর রাশি ও স্কেলার রাশি

👉 সমান ভেক্টর কাকে বলে?

👉 ভেক্টর বিভাজন কি বা ভেক্টর বিভাজন কাকে বলে? 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url