ক্ষমতা কাকে বলে? ক্ষমতার একক | ক্ষমতার একক

ক্ষমতা কাকে বলে?

  • কোনো ব্যক্তি বা যন্ত্রের দ্বারা একক সময়ে কৃত কাজকে তার ক্ষমতা বলে।
  • কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে। একক সময়ের কৃতকাজ দ্বারা ক্ষমতা পরিমাপ করা হয়। কোন ব্যক্তি t সময়ে W পরিমাণ কাজ সম্পাদন করলে ক্ষমতা P = w/t
  • পদার্থবিজ্ঞানের পরিভাষায় একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণই ক্ষমতা। 

ক্ষমতার একক

এস্‌আই একক পদ্ধতির পরিমাপে ক্ষমতার একক (W) ওয়াট। 

তথ্য

  • ১৮৮৯ খ্রিষ্টাব্দে বৈজ্ঞানিক জেমস ওয়াটের নামানুসারে ক্ষমতার একক "ওয়াট" স্থির করা হয়েছে। 
  • ১ সেকেণ্ড সময়ে ১ জুল পরিমাণ কাজ করার ক্ষমতা হলো ১ ওয়াট। 
  • জেমস ওয়াট নিজে ক্ষমতার একক "অশ্ব শক্তি" স্থির করেছিলেন।

কিলোওয়াট

প্রায়শঃ বিদ্যুৎ, যা কি-না এক প্রকার শক্তি, তা "কিলোওয়াট" হিসাবে পরিমাপ করা হয়। 
  • ১ কিলোওয়াট=১০০০ ওয়াট। এর মানে হচ্ছে ১ সেকেন্ডে ১০০০ ওয়াট বৈদ্যুতিক শক্তি আলোতে রূপান্তরিত হচ্ছে। প্রতি ঘণ্টায় ১ কিলোওয়াট শক্তি ব্যবহার করা হলে তা "কিলোওয়াট-ঘণ্টা" দ্বারা প্রকাশ করা হয়।
  •  বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বলতে এক কিলোওয়াট ঘণ্টাকে বোঝায়।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url