ব্যাকটেরিয়াকে আদিকোষী বলা হয় কেন?

ব্যাকটেরিয়া এক ধরনের অণুজীব। এদের কোষ সুগঠিত নয়। কোষ সুগঠিত না থাকায় ব্যাকটেরিয়াকে আদিকোষী বলা হয়। 
এ কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, তাই নিউক্লিওবস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এর কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না তবে রাইবোজোম থাকে। ব্যাকটেরিয়ার ক্রোমোজোমে কেবল DNA থাকে। এ সকল কোষীয় বৈশিষ্ট্যসমূহ আদিকোষী জীবের কোষীয় বৈশিষ্ট্যের অনুরূপ বলে ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলা হয়।





Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown ৮ নভেম্বর, ২০২০ এ ৬:১৯ PM

    thik ace..

Add Comment
comment url