গলজি বডি কি? গলজি বডি কাকে বলে?

গলজি বডি কাকে বলে?

গলজি বডি হলো পর্দা ঘেরা গোলাকার বা সূচাকার অঙ্গাণু যা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে।

ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে, নিউক্লিয়াসের পাশে অবস্থিত নলাকার কিংবা চ্যাপ্টা থলির মতো এবং ক্ষুদ্র ক্ষুদ্র গহবরের ন্যায় একক পর্দা ঘেরা, ক্ষরণকার্যে নিয়োজিত যে সকল অঙ্গাণু থরে থরে সজ্জিত থাকে তাকে গলজি বডি বলে।

গলজি বডি আবিষ্কার

ইতালীয় বিজ্ঞানী ক্যামিলো গলগি ১৮৯৮ খ্রিস্টাব্দে প্যাঁচার স্নায়ু কোষের অসমিয়াম অক্সাইড নামক রঞ্জক প্রয়োগ করে এই অঙ্গাণুর বিশেষ বর্ণনা দেন। তার নামানুসারে এই কোষ অঙ্গাণুর নাম হয়েছে গলগি বা গলজি বস্তু।

গলজি বডির উৎপত্তি

বিজ্ঞানীরা মনে করেন, এন্ডোপ্লাজমিক জালিকা থেকে গলজি বডি'র উৎপত্তি। তবে এদের উৎপত্তি নিয়ে বেশ মতেভেদ রয়েছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে এদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

গলজি বডি বা গলজি বস্তু

গলজি বস্তু (Golgi Body) বর্ণনা

গলজি বস্তু (কিংবা গলগি বস্তু) প্রধানত প্রাণিকোষে পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদকোষেও এদের দেখা যায়। এটি সিস্টার্নি ও কয়েক ধরনের ভেসিকল নিয়ে তৈরি। এর পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে এর নিবিড় সম্পর্ক রয়েছে। হরমোন নিঃসরণেও এর ভূমিকা লক্ষ করা যায়। কোনো কোনো বিপাকীয় কাজের সাথেও এরা সম্পর্কিত এবং কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করে রাখে।

আরো পড়ুনঃ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url