টিস্যু কাকে বলে? টিস্যু এর প্রকারভেদ | ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ

টিস্যু কাকে বলে?

একই উৎস থেকে উৎপন্ন, একই ধরনের গঠন বিশিষ্ট এবং একই ধরনের কাজে নিয়োজিত একগুচ্ছ কোষকে বলা হয় টিস্যু।

টিস্যু এর প্রকারভেদ

বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু প্রধানত দুই প্রকার। যথাঃ

১। ভাজক টিস্যু ও

২। স্থায়ী টিস্যু।

ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ

উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু দুই প্রকার। যথাঃ

১। প্রাথমিক ভাজক টিস্যু ও

২। সেকেন্ডারী ভাজক টিস্যু।

অবস্থান অনুসারে ভাজক টিস্যুকে তিনভাগে ভাগ করা হয়। যথাঃ

১। শীর্ষস্থ ভাজক টিস্যু,

২। ইন্টারক্যালারী বা নিবেশিত ভাজক টিস্যু এবং

৩। পার্শ্বীয় ভাজক টিস্যু।

বিভাজন প্রক্রিয়া অনুসারে ভাজক টিস্যুকে তিনভাগে বিভক্ত করা যায়। যথাঃ

ক) মাস ভাজক টিস্যু

খ) রিব ভাজক টিস্যু ও 

গ) প্লেট ভাজক টিস্যু।

কাজ অনুসারে ভাজক টিস্যুকে তিনভাগে ভাগ করা হয়। যথাঃ

ক) প্রোটোডার্ম,

খ) প্রোক্যাম্বিয়াম

গ) গ্রাউন্ড ভাজক টিস্যু।

মানুষসহ উন্নততর প্রাণীদেহে চার ধরনের টিস্যু বিদ্যমান। যথাঃ

  • আবরণী টিস্যু
  • যোজক টিস্যু
  • পেশী টিস্যু
  • স্নায়ু টিস্যু

Previous Post
No Comment
Add Comment
comment url