হাইড্রোজেন বন্ধন কাকে বলে?

হাইড্রোজেন বন্ধন কাকে বলে?

যে বলের প্রভাবে কোনো অণুর হাইড্রোজেন পরমাণু একই অথবা সন্নিহিত অণুদ্বয়ের দুটি তড়িৎ ঋণাত্মক পরমাণুর মধ্যে একটি সেতু রচনা করে তাকে হাইড্রোজেন বন্ধন বলে। 

হাইড্রোজেন বন্ধন তৈরি হয় দুর্বল থেকে মাঝারি শক্তির স্থির বৈদ্যুুতিক আকর্ষণ বলের জন্য। এর উৎস কতিপয় সমযোজী বন্ধনযুক্ত হাইড্রোজেন পরমাণুর সাথে অন্য পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের আকর্ষণ। যখন হাইড্রোজেন পরমাণু অপেক্ষাকৃত উচ্চ ইলেকট্রোনেগেটিভ কোন মৌল (যেমন: ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন) এর সাথে সমযোজী বন্ধন গঠন করে কেবল তখনই এরূপ বন্ধন গঠিত হয়। পানি হাইড্রোজেন বন্ধন বিশিষ্ট যৌগের একটি প্রকৃত উদাহরণ। এটি একটি পোলার অণু। হাইড্রোজেনের তুলনায় অক্সিজেন অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ মৌল বলে এটি O-H বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেয়। ফলে অক্সিজেন পরমাণুতে আংশিক ঋণাত্মক চার্জ এবং হাইড্রোজেন পরমাণুতে আংশিক ধনাত্মক চার্জ উৎপন্ন হয়। একটি পানির অণুর δ+ চার্জযুক্ত হাইড্রোজেন পরমাণুকে অপর একটি পানির অণুর δ-  চার্জযুক্ত অক্সিজেন পরমাণু স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা আকর্ষণ করে। এভাবে অনেকগুলি পানির অণু একে অপরের সাথে একটি মাঝারি শক্তির বল দ্বারা যুক্ত হয়। হাইড্রোজেন বন্ধনকে একটি বিন্দু রেখা (...........) দ্বারা নির্দেশ করা হয়।

হাইড্রোজেন বন্ধন

হাইড্রোজেন বন্ধন

আরো পড়ুনঃ 

👉 প্রাক্ষোভিক বুদ্ধি কি?

👉 আয়নিক বন্ধন কাকে বলে?

👉 সমযোজী বন্ধন কাকে বলে?

👉 রাসায়নিক বন্ধন কাকে বলে? রাসায়নিক বন্ধনের প্রকারভেদ ও রাসায়নিক বন্ধন গঠনের কারণ

👉  বুদ্ধির শ্রেণিভাগ উল্লেখ কর। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url