সমবিভব তল কি?

কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে তলের প্রত্যেকটি বিন্দুর তড়িৎ বিভব সমান তাকে সমবিভব তল বলে।

সমবিভব তলে কোনো তড়িৎ প্রবাহিত হতে পারে না।

স্থির তড়িৎ বিদ্যায় একটি অন্তরিত আহিত পরিবাহীর পৃষ্ঠ সমবিভব পৃষ্ঠ। যেহেতু পৃষ্ঠের প্রতিটি বিন্দুর বিভব একই, তাই সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একটি আধান স্থানান্তর করতে কোনো কাজ হয় না।

সুতরাং পৃষ্ঠ বরাবর তড়িৎ প্রাবল্যের কোনো উপাংশ থাকে না। তড়িৎ বলরেখা যে কোনো আহিত পরিবাহী থেকে লম্বভাবে নির্গত হয় এবং একটি সমবিভব তলকে সকল বিন্দুতে লম্বভাবে ছেদ করে।

সমবিভব তলের বৈশিষ্ট্য

  • তড়িতাহিত পরিবাহীর তল সর্বদা সমবিভব তল। এই তলের ওপর তড়িৎ আধানগুলি স্থির থাকে।

  • তড়িৎ বল রেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে।

  • সমবিভব তলের ওপর কোনো তড়িতাধানকে এক বিন্দু হতে অপর বিন্দুতে স্থানান্তরিত করতে কোনো কাজ হয় না।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url