তাপ গতীয় প্রক্রিয়া কি?

তাপ গতীয় প্রক্রিয়া কি?

কোনো ব্যবস্থার তাপগতীয় স্থানাঙ্ক সমূহের যে কোনো পরিবর্তনকে তাপগতীয় প্রক্রিয়া বলে।

তাপ গতিবিদ্যায় ব্যবস্থার অবস্থা চাপ (P), আয়তন (V) ও পরম তাপমাত্রার (T) সাহায্যে প্রকাশ করা হয়। এ রাশিগুলিকে তাপগতীয় স্থানাঙ্ক বা তাপগতীয় চলরাশি বলে। তাপগতীয় স্থানাঙ্কের সাহায্যে কোন বস্তু বা ব্যবস্থার অবস্থা প্রকাশ করলে সে অবস্থাকে তাপগতীয় অবস্থা বলে।

যে পরিবর্তনের কারণে তাপগতীয় স্থানাঙ্কের মান পরিবর্তিত হয় সে পরিবর্তনকে তাপগতীয় প্রক্রিয়া বলে।

আরো পড়ুনঃ 

👉  পারদ থার্মোমিটার কাকে বলে?

👉  পাইরোমিটার কাকে বলে?

👉  মৌলিক ব্যবধান কাকে বলে?

👉  তাপীয় সাম্যাবস্থা কাকে বলে?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url