তাপমাত্রা বাড়লে ব্যাপন হার বাড়ে

তাপমাত্রা বাড়লে ব্যাপন হার বাড়ে কেন?

কোনো মাধ্যমে কঠিন, তরল বা গ্যাসের কোনো জায়গা জুড়ে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। কোনো পদার্থের ব্যাপনের হার তার ভর ও আন্তঃআণবিক আকর্ষণ বলের ওপর নির্ভরশীল। আন্তঃআণবিক আকর্ষণ তথা ঘনত্ব কম হলে ব্যাপন দ্রুত হয়। অর্থাৎ ব্যাপন হার বেশি হয়। তাপমাত্রা বাড়লেও বস্তুর আন্তঃকণা আকর্ষণ কমে গিয়ে ব্যাপন হার বেড়ে যায়।

আরো পড়ুনঃ

👉  গ্যাসের দুটি আপেক্ষিক তাপ থাকে কেন?

👉  গ্যাস কি এবং গ্যাসের বৈশিষ্ট্য

👉  বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ কত?

👉  মোলার আপেক্ষিক তাপ কি?

👉  আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? 

Next Post Previous Post