“হযরত মুহাম্মদ (স.)-এর জীবনযাপন ছিল অতি সাধারণ।”-ব্যাখ্যা

মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর জীবনযাপন ছিল অতি সাধারণ তিনি কখনো বিলাসী জীবনযাপন করেননি। মহানবি (স.) ছিলেন মানবকল্যাণ সাধনে ব্রতী, শান্তির বার্তাবাহক। আল্লাহর নবি হওয়া সত্ত্বেও তিনি কখনো অহংকার বোধ করেননি। মদিনার অধিনায়ক হলেও তাঁর ঘরে আসবাব বলতে কিছুই ছিল না। তাঁর ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাহি। বহু দিন তিনি অনাহারে কাটিয়েছেন। এমনকি অনেক সময় তাঁর উনুনে আগুনও জ্বলত না।

error: Content is protected !!