“স্বাধীনতা এবার আসবেই”-ব্যাখ্যা

বাবার কথার পরিপ্রেক্ষিত কাজল মামা এ কথা বলেছেন। বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন দেশে যুদ্ধ বাধলে কাজল মামা ঢাকা ছেড়ে হঠাৎ গ্রামে চলে আসেন। তারপর রাতদিন গ্রামে গ্রামে ঘুরে ছেলেদের জোগাড় করে মিছিল মিটিং করেন, রাইফেল জোগাড় করে ট্রেনিং দিতেন। আর এজন্য তার বাবা তাকে অনেক বকতেন। আর মামা তখন সাহস নিয়ে বলতেন যে, সাহসী বাঙালিরা এবার যুদ্ধ করবে, বাবা। বাঙালির এই সংগ্রাম ও সাহসিকতার পথ ধরে স্বাধীনতা আসবেই।

error: Content is protected !!