- ইচ্ছা থাকলে উপায় হয়, ভাবসম্প্রসারণ
- যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ, ভাবসম্প্রসারণ
- যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ, ভাবসম্প্রসারণ
মূলভাব: একটি পরাধীন জাতির পক্ষে স্বাধীনতা অর্জন করা অত্যন্ত কঠিন। কিন্তু স্বাধীনতা লাভের পর সে স্বাধীনতাকে রক্ষা করা আরও বেশি কষ্টের। স্বাধীনতা অর্জিত হলেই তা চিরস্থায়ী হবে, এমনটি নয়। তাই স্বাধীনতা রক্ষায় জাতিকে থাকতে হবে সদা জাগ্রত।
সম্প্রসারিত ভাব: মানুষ মাত্রই স্বাধীনভাবে বেঁচে থাকতে চায়। যুগ যুগ ধরে দেশে দেশে মানুষ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে সংগ্রাম করে আসছে। এ সংগ্রামে মানুষ আত্মাহুতিও দিয়েছে। বহিঃশত্রু ও শোষকশ্রেণির শত অত্যাচার, অনাচার, নিপীড়ন সহ্য করেও মানুষ সর্বদাই স্বাধীনতা অর্জনের লক্ষ্যে সংগ্রাম করেছে। এ থেকে বোঝা যায়, স্বাধীনতা অর্জন কতটা কঠিন। কিন্তু প্রকৃতপক্ষে স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা আরও বেশি কঠিন। স্বাধীনতা অর্জনের পরপরই একশ্রেণির মানুষ স্বাধীনতাকে কেবল নিজের স্বার্থেই ব্যবহার করতে চায়। তারা আইনকে উপেক্ষা করে, ন্যায়কে করে পদদলিত। সামান্য ব্যক্তিস্বার্থে দেশ ও জাতির স্বার্থ জলাঞ্জলি দেয় তারা। তাদের অপকর্মের ফলে দেশ হয়ে যেতে পারে পরনির্ভর কিংবা বহিঃশক্তির হাতের পুতুল। এভাবে প্রকৃত স্বাধীনতা হতে পারে বিপর্যস্ত। এদিক থেকে চিন্তা করলে স্বাধীনতা রক্ষা করা বেশ দুরূহ। বস্তুত স্বাধীনতা রক্ষার জন্য চাই প্রবল দেশপ্রেম, চাই বিপুল প্রণোদনা। নৈতিক শক্তিতে বলীয়ান, আধুনিক শিক্ষায় শিক্ষিত, উন্নত জাতি গঠন ছাড়া দেশ ও জাতি অগ্রসর হতে পারে না। স্বাধীনতা রক্ষা করতে হলে দেশে গণতন্ত্র, আইনের শাসন, সুশীল সমাজ গঠনের বাস্তব প্রক্রিয়া অব্যাহত রাখা দরকার। দরকার অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, আবাসন ইত্যাদি মৌলিক অধিকার নিশ্চিত করা। দরকার সমাজে বৈষম্য ও বিভেদের অবসান। এর জন্য প্রয়োজন স্বনির্ভরতা ও সমৃদ্ধি।
মন্তব্য: জাতীয় সমৃদ্ধিই হলো স্বাধীনতার রক্ষাকবচ। এ সমৃদ্ধি অর্জন সহজ নয়। এজন্য চাই ত্যাগ, সংকল্প, পরিশ্রম ও ঐক্য।