স্বপ্নই মানুষের মনে নতুন নতুন ভাবনার সৃষ্টি করে বলে সে হয়ে ওঠে মহৎ ব্যক্তি।
যে মানুষ স্বপ্ন দেখতে জানে না তার পক্ষে জীবনে বড় হওয়া সম্ভব নয়। স্বপ্নই জীবনের বড় হওয়ার অনুপ্রেরণা। স্বপ্নই মানুষকে বেঁচে থাকার নান্দনিক ভাবনা তৈরি করে দেয়। মনে স্বপ্ন থাকলে ছন্দ আর শব্দ নেচে নেচে আসে। মানুষ সবকিছু করতে পারে মনে স্বপ্ন থাকলে। প্রতিনিয়ত মানুষের মনে নতুন ভাবনার সৃষ্টি করে স্বপ্নের মাধ্যমে। প্রশ্নোক্ত বাক্যে এ ভাবই প্রকাশ পেয়েছে।