স্টার্নবার্গের বর্ণনা প্রাসঙ্গিক তত্ত্বটি কি?

এই তত্ত্বের দ্বারা উচ্চ বুদ্যঙ্ক নিরপেক্ষ ব্যবহারিক বুদ্ধির কথা বলেছেন। এর উপাদানগুলি হলো –

ক) প্রকৃত পরিবেশের সঙ্গে অভিযোজন

খ) উপযুক্ত পরিবেশ নির্বাচন

গ) নির্বাচিত পরিবেশকে উপযুক্ত রূপদান।

প্রাত্যহিক কাজকে বুঝতে, আয়ত্ত করতে এবং তদনুযায়ী কাজ করতে বুদ্ধির এই তত্ত্ব কার্যকরী হয়। ব্যক্তি কীভাবে তার বাহ্যিক জগতের সঙ্গে সম্পর্ক তৈরি করে তারই প্রতিফলন বুদ্ধির এই অংশের মধ্যে ফুটে ওঠে।

error: Content is protected !!