“সে যেন কিছু ক্ষুণ্ন হইল”- কে, কেন?

মিনির সঙ্গে দেখা হবে না মিনির বাবা রহমতকে এ কথা বললে রহমত যেন কিছুটা ক্ষুণ্ন হয়।
জেল থেকে দীর্ঘদিন পর ছাড়া পেয়ে কাবুলিওয়ালা চলে আসে মিনিদের বাড়িতে মিনিকে দেখার জন্য। সেদিন মিনির বিয়ে, তাই মিনির বাবা চাইলেন না এই শুভ দিনে তার সঙ্গে মিনির দেখা হোক। তাই তিনি কাবুলিওয়ালাকে বলেছেন যে, আজ কারও সঙ্গে দেখা হবে না। এ কথা শুনে রহমত কিছুটা ক্ষুণ্ন হয়।

error: Content is protected !!