শব্দ উৎসের নিয়মিত ও পর্যাবৃত্ত কম্পনের ফলে যে শব্দ উৎপন্ন হয় এবং যা আমাদের কানে শ্রুতিমধুর বলে মনে হয় তাকে সুরযুক্ত শব্দ বলে।
স্বনকের বা উৎসের নিয়মিত পর্যাবৃত্ত কম্পনের ফলে সৃষ্ট শব্দকে সুরযুক্ত শব্দ বলে। গান গাওয়ার সময় স্বরযন্ত্র এবং সেতার, গিটার, বেহালা, তানপুরা, একতারা ইত্যাদি বাজানোর সময় তারগুলো নিয়মিত পর্যাবৃত্ত গতিতে কম্পিত হয় বলে উৎপন্ন শব্দ শ্রুতিমধুর হয়।