সুখী মানুষ গল্পের প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১: ‘সুখী মানুষ’ নাটিকায় মোট চরিত্রের সংখ্যা কতটি?
উত্তর : ‘সুখী মানুষ’ নাটিকায় মোট চরিত্রের সংখ্যা পাঁচটি।
প্রশ্ন-২: ‘সুখী মানুষ’ নাটিকায় মোড়লের বয়স কত?
উত্তর : ‘সুখী মানুষ’ নাটিকায় মোড়লের বয়স ৫০ বছর।
প্রশ্ন-৩: রহমত আলী কে?
উত্তর : রহমত আলী মোড়লের বিশ্বস্ত চাকর।
প্রশ্ন-৪: মোড়লের বিশ্বাসী চাকরের নাম কী?
উত্তর : মোড়লের বিশ্বস্ত চাকরের নাম রহমত আলী।
প্রশ্ন-৫: ‘সুখী মানুষ’ নাটিকার দ্বিতীয় সংলাপটি কার?
উত্তর : ‘সুখী মানুষ’ নাটিকার দ্বিতীয় সংলাপটি মোড়লের বিশ্বাসী চাকর রহমতের।