সমাজের রীতিনীতি, প্রথা, সংস্কৃতি, আদর্শ, মূল্যবোধ প্রভৃতি আত্মীকরণকে সামাজিকীভবন বলে। পরিবার, বিদ্যালয়, ক্লাব, ধর্মী প্রতিষ্ঠান প্রভৃতি সামাজিক সংস্থাগুলি শিশুর সামাজিকীভবনে বিশেষ ভূমিকা গ্রহণ করে। শিশুর সামাজিকীকরণে রেডিয়ো, দূরদর্শন, যাত্রা, নাটক ইত্যাদির ভূমিকাও গুরুত্বপূর্ণ।