সক্রিয় শোষণ কাকে বলে?

এ শোষণ প্রক্রিয়ায় উদ্ভিদ বিপাকীয় শক্তি ব্যবহার করে। বিজ্ঞানীরা অনেকে মনে করেন যে খনিজ লবণের আয়নগুলো এ প্রক্রিয়ায় বিভিন্ন পরিবাহকের মাধ্যমে উদ্ভিদ কোষে প্রবেশ করে। পরিবাহকগুলো ধনাত্মক এবং ঋণাত্মক আধানযুক্ত। সাইটোক্রোম এবং ফসফরাসযুক্ত নাইট্রোজেন যৌগসমূহ আয়নের পরিবাহক হিসেবে কাজ করে। আধানযুক্ত এসব বাহক কেবল বিপরীত আধানযুক্ত আয়নই বহন করতে পারে। পর্যায়ক্রমে একাধিক পরিবাহক আয়নগুলোকে মাটির দ্রবণ থেকে কোষ গহ্বরের দ্রবণে পৌঁছে দেয়।

error: Content is protected !!