ল্যাবরেটরির উদ্বায়ী পদার্থ পরিবেশকে কীভাবে দূষিত করে?

ল্যাবরেটরিতে ব্যবহৃত পদার্থগুলো বেশ উদ্বায়ী এবং অধিকাংশই বিষাক্ত। ব্যবহারের সময় এরা বায়ুতে মিশে যায় এবং পরীক্ষণ কার্যক্রম শেষে সরাসরি সিংকে ফেলে দেয়া হয় যা পরিবেশের দূষণ ঘটায়। তাছাড় কোন কোন বিক্রিয়ায় উৎপন্ন সহউৎপাদ অবাধে পরিবেশে মিশে পরিবেশের দূষণ ঘটায়।

যেমন: Cu(s)+4HNO3(গাঢ়) → Cu(NO3)2+2NO2+2H2O

এ বিক্রিয়ায় উৎপন্ন NO2 এসিড বৃষ্টি সৃষ্টিতে ভূমিকা রাখে যা পরিবেশ দূষিত করে।

error: Content is protected !!