গাছের উঁচু ডাল থেকে ফুল পেড়ে আনার জন্য লখা হাতের মুঠো পাকিয়ে শক্ত করে নিল।
লখা শহিদ মিনারে গিয়ে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে চায়। তাই সে খুব ভোরে ভয়কে পিছনে ফেলে সেই অদ্ভুদ গাছটার নিচে পৌঁছে যায়। গাছটির উঁচু ডালে রক্তের মতো টকটকে লাল ফুল ফুটে আছে। ভাষাশহিদদের শ্রদ্ধা জানাতে গাছের উঁচু ডাল থেকে সে এক থোকা ফুল পেড়ে আনতে চায়। গাছে ওঠার সাহস সঞ্চয়ের জন্য সে হাতের মুঠো পাকিয়ে মনটাকে শক্ত করে নিল।