র‌্যাম (RAM) ও রম (ROM) এর মধ্যে পার্থক্য

র‌্যাম (RAM) ও রম (ROM) এর মধ্যে পার্থক্য নিম্নরূপ-

র‌্যাম (RAM)রম (ROM)
১. র‌্যামে অস্থায়ীভাবে ডাটা পঠন ও লিখন সম্ভব।১. সাধারণত রমে স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করা হয়।
২. র‌্যাম উদ্বায়ী মেমোরি; অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে র‌্যামে সংরক্ষিত ডাটা মুছে যায়।২. রম উদ্বায়ী মেমোরি নয়; অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও রমে সংরক্ষিত ডাটা মুছে যায় না।
৩. চলমান প্রোগ্রাম এর পুনঃ পুনঃ পরিবর্তনশীল ডাটা র‌্যামে সংরক্ষণ করা হয়।৩. সহজে পরিবর্তনের প্রয়োজনে না এমন ডাটা ও প্রোগ্রাম রমে সংরক্ষণ করা হয়।
৪. র‌্যামে কোনো ধরনের প্রোগ্রাম দেয়া থাকে না।৪. রম সাধারণত তৈরির সময় প্রোগ্রাম করা হয়ে থাকে যা ফর্মওয়্যার নামের পরিচিত।
৫. র‌্যামের ধারণ ক্ষমতার উপর কম্পিউটারের কাজের গতি নির্ভর করে। প্রয়োজনে অতিরিক্ত র‌্যাম চিপ সংযোজন করে ধারণ ক্ষমতা বৃদ্ধি করা যায়।৫. রমের ধারণ ক্ষমতার উপর কম্পিউটারের কাজের ক্ষমতা নির্ভরশীল নয় এবং অতিরিক্ত রম চিপ সংযোজন করা যায় না।
error: Content is protected !!