যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু প্রত্যেকে তার নিজস্ব সত্ত্বা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক বস্তুতে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলা হয়। মোমবাতির দহন একটি রাসায়নিক পরিবর্তন, কারণ মোমবাতিকে দহন করলে কার্বনডাই-অক্সাইড, পানি বাষ্প ও তাপ উৎপন্ন হয়।
