‘যদি মনে স্বপ্ন থাকে’ তাহলে কবিতা লেখা যায়। লেখকের মতে, যে স্বপ্ন দেখতে পারে, সে কবিতা লিখতে পারে। আমাদের চারপাশের সব বিষয়বস্তু, শব্দ মিলিয়ে যে নতুন নতুন স্বপ্ন দেখতে জানে, সেই কবিতা লিখতে পারে। আর এর জন্য প্রয়োজন মনের ভেতরে স্বপ্ন পুষে রাখা। মনের মাঝে স্বপ্ন থাকলে যেকোনো কিছু নিয়েই কবিতা দেখা যায়। যদি মনে স্বপ্ন থাকে তাহলে খেলার পুতুল, রাস্তার দোকানি, পোষা বিড়াল, দূরের ধানখেত ইত্যাদি নিয়ে কবিতা লেখা সম্ভব। এমনকি যেটার কোনো অস্তিত্ব নেই, তা নিয়েও কবিতা লেখা যায়। কিন্তু তার জন্য অবশ্যই মনে স্বপ্ন থাকতে হবে।