- ‘অথচ কত কাহিনী আছে বাঙালি জাতির’ – ব্যাখ্যা
- কালো চোখেকে কিছু তর্জমা করতে হয় না কেন? ব্যাখ্যা করো।
- “পুরনো দিনের ওপরই তো বর্তমানের দিন-রাত গড়ে ওঠে” – ব্যাখ্যা কর।
‘যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে-ব্যাখ্যা করো।
‘যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে’ – এটি কমলাকান্তের একটি আত্মরক্ষামূলক শ্লেষাত্মক বাণী।
‘বিড়াল’ প্রবন্ধে বিড়াল ও কমলাকান্তের মাঝে এক দীর্ঘ কাল্পনিক কথোপকথন হয়। এই কথোপকথনে বিড়াল ও কমলাকান্ত নিজ নিজ মত প্রকাশ করে। এতে বিড়াল ‘সোশিয়ালিস্টিক’, সুবিচারক, সুতার্কিক হওয়ায় কমলাকান্ত বিস্মিত ও যুক্তিতে পর্যুদস্ত হয়ে যায়। এমন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে কমলাকান্ত প্রশ্নোক্ত শ্লেষ প্রকাশক, উক্তিটি করে।