- আসমানি কিতাব বিশ্বাস করতে হবে কেন?
- আখিরাতে বিশ্বাস মানুষকে সৎ পথে উদ্বুদ্ধ করে
- মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না – বুঝিয়ে লেখো।
মাকে বিশ্বাস করাই কাঙালীর অভ্যাস কেন?
ছোটোবেলা থেকেই কাঙালী মাকে বিশ্বাস করে আসছে বলে তাকে বিশ্বাস করাই কাঙালীর অভ্যাস।
কাঙালীর একমাত্র আপনজন তার মা। ছোটোবেলা থেকেই মায়ের আদর আর মায়ের প্রতি অগাধ বিশ্বাস নিয়ে বেড়ে উঠেছে সে। তাই যত আশ্চর্যজনক কথাই হোক, মা যখন বলেছে, তখন কাঙালী তা বিশ্বাস করবেই।