মহাপুরুষের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে কীভাবে?

মহাপুরুষের চরিত্রের উত্তম গুণসমূহের বহিঃপ্রকাশের মাধ্যমে পৃথিবী ধন্য হয়েছে।
মহাপুরুষের আবির্ভাবে মানুষের জীবনে এসেছে, সৌষ্ঠব, ফুটেছে লাবণ্য। যেসব মহাপুরুষের আগমনে পৃথিবী ধন্য হয়েছে তাঁদের মধ্যে হযরত মুহাম্মদ মোস্তফা (স.) সর্বশ্রেষ্ঠ। তিনি মানবতার গৌরব। সাধারণ মানুষের মতো জীবনযাপনে, মানুষের প্রতি ভালোবাসায়, চরিত্রে কোমলতা আর কঠোরতার সংমিশ্রনি তিনি সারা আরবভূমিতে অবিসংবাদিত এবং শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। এভাবে মহাপুরুষের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে।

error: Content is protected !!