মহানবি হযরত মুহাম্মদ (স.)-কে সর্বশ্রেষ্ঠ মানব বলা হয় কেন?

মানবীয় গুণের অপূর্ব সমাবেশ ঘটেছিল মহানবি (স.) চরিত্রে। তাই তাঁকে সর্বশ্রেষ্ঠ মানব বলা হয়।
পৃথিবীতে মানুষের জীবনে যাঁরা কল্যাণ এনেছেন, সত্য ও সুন্দরে ভরিয়ে তুলেছেন, তাঁদের মধ্যে মহানবি (স.) সর্বশ্রেষ্ঠ। মানবপ্রেমে, জীবপ্রেমে মহীয়ান। বিপদে ধৈর্যশীল, দারিদ্র্যে অচঞ্চল, ক্ষমাশীল, কুসংস্কারমুক্ত, সাম্যবাদী চেতনা ইত্যাদি মহৎ দৃষ্টান্তে তাঁর জীবন সমুজ্জল। তাঁর জীবনের প্রতিটি ঘটনা, ঘটনার প্রেক্ষিত সত্যের কষ্টিপাথরে ঘষে যাচাই করা হয়েছে।

error: Content is protected !!