ভূমিক্ষয় কাকে বলে?

ভূমিক্ষয় বলতে সাধারণভাবে বুঝায় ভূমির অবস্থান্তরকে। বাতাস, পানি, বরফ প্রভৃতির প্রভাবের ফলে ভূমির অবস্থান্তর ঘটে এবং এর ফলে ভূমির স্বাভাবিক গুণাগুণ বিনষ্ট হয়ে যায়।

মূলত ভূমিক্ষয় একটি প্রাকৃতিক প্রক্রিয়া। তবে প্রকৃতির উপরে মানুষের ক্রমবর্ধমান চাপের ফলে এর প্রবণতা বৃদ্ধি পায়। প্রাকৃতিকভাবে নিয়মিত ভূমির সংযুক্তি এবং ক্ষয় উভয় প্রক্রিয়া সম্পন্ন হয়। যখন ভূমির ক্ষয়ের হার এর সংযুক্তির তুলনায় বেশি হয়, তথন তাকে ভূমিক্ষয় (Soil Erosion) বলা হয়।

ভূমিক্ষয় সাধারণত ধীরে ধীরে সংঘটিত হয়। দীর্ঘদিন ধরে বায়ু প্রবাহ, বৃষ্টিপাত ও বরফ প্রবাহের ফলে ভূমির ক্ষয় সাধন ঘটে। প্রায় ৪৫০ মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে ভূমিক্ষয়ের সৃষ্টি হয়েছে। বর্তমানে এটি বিশ্বের সর্বত্র বিরাজমান। নেপালের হিমালয় পর্বতমালার পাদদেশে ভূমিক্ষয়ের সৃষ্টি হয়। এছাড়াও ১৯৩০-এর দশকে যুক্তরাষ্ট্রের ‘Dust Bowl’ ভূমিক্ষয়ের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

আমরা ভূমিক্ষয় কাকে বলে? জানলাম। এরকম আরো পোষ্ট পড়তে সহজে সাইটি ব্রাউজ করতে, সাইট থেকে মোবাইল apps টি ইন্সটল করে নিন।

error: Content is protected !!