ভাষা বলতে বোঝায় যোগাযোগের সমস্ত মাধ্যম যেমন – লিখন, পঠন, মুকাভিনয়, মুখভঙ্গি, সৃজনশীল শিল্পকর্ম ইত্যাদি। অপরদিকে বচন হল চিন্তাভাবনা প্রকাশের মাধ্যম। বচন হল ভাষার একটি রূপ যেখানে যোগাযোগকে অর্থপূর্ণ করার লক্ষ্যে ধ্বনি সৃষ্টি বা শব্দের উচ্চারণ করা হয়। বচনের পরিধি ভাষার পরিধি অপেক্ষা সংকীর্ণ।