গোয়া হল ভারতের ক্ষুদ্রতম রাজ্য (ক্ষেত্রফল অনুসারে) এবং এর রাজধানী হল পানাজি। গোয়ার মোট ভৌগলিক ক্ষেত্রফল প্রায় 1,429 বর্গ মাইল (3,702 বর্গ কিমি)। 1961 সালে গোয়া পর্তুগিজদের কাছ থেকে সম্পূর্ণ মুক্ত হয়। অপারেশন বিজয় ছিল পর্তুগিজদের হাত থেকে গোয়াকে মুক্ত করার জন্য ভারতের সশস্ত্র বাহিনীর কর্ম।