বৈমানিক কিভাবে প্যারাসুটের সাহায্যে নিরাপদে অবতরণ করে?

প্যারাসুট বায়ুর বাধাকে কাজে লগিয়ে কাজ করে। এখানে বায়ুর বাধা হলো এক ধরনের ঘর্ষণ বল যা পৃথিবীর অভিকর্ষ বলের বিপরীতে ক্রিয়া করে। খোলা অবস্থায় প্যারাসুটের বাহিরের তলের ক্ষেত্রফল অনেক বেশি হওয়ায় বায়ুর বাধার পরিমাণও বেশি হয়, যার ফলে বৈমানিকের গতি অনেক হ্রাস পায়। ফলে বৈমানিক প্যারাসুটের সাহায্যে ধীরে ধীরে মাটিতে নিরাপদে অবতরণ করে।

error: Content is protected !!