শহিদদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পাকিস্তানি শাসকরা বাঙালিদের ওপর উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বাঙালিরা তা মেনে নেয়নি। তাই তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করে, আন্দোলন করে। প্রতিবাদরত অবস্থায় পাকিস্তানি পুলিশ তাদের গুলি করে হত্যা করে। তাদের রক্তের বিনিময়েই বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্টিত হয়েছে।