ফি আমানিল্লাহ অর্থ কি?

“ফি আমানিল্লাহ” একটি আরবি শব্দ যার বাংলা অর্থ হলো “আল্লাহর রক্ষায়” বা “আল্লাহর অভিভাবকত্বে”। ফি আমানিল্লাহ অর্থ হলো আপনাকে আল্লাহর নিরাপত্তায় দিয়ে দিলাম, তিনি যেন আপনাকে নিরাপদে রাখেন। অর্থ্যাৎ, কেউ যদি অনির্দিষ্টকালের জন্য দোয়া চাই তাহলে তাকে ফি আমানিল্লাহ বলতে পারেন। আবার কেউ যদি কোথায় ভ্রমণ করার উদ্দেশ্যে যাত্রা শুরু করে তাহলে তাকে ফি আমানিল্লাহ বলে দোয়া করে দিতে পারেন।

“ফি আমানিল্লাহ” একটি সুন্দর ও অর্থবহ দোয়া যার মাধ্যমে আমরা আল্লাহর কাছে অন্যের জন্য সুরক্ষা ও কল্যাণ কামনা করি।

ফি আমানিল্লাহ উত্তরে কি বলতে হয়?

“ফি আমানিল্লাহ” উত্তরে কী বলতে হয়? এর কোনো নির্দিষ্ট উত্তর নেই। আপনি যে ব্যক্তিকে এই কথাটি বলছেন, তার প্রতি আপনার অনুভূতি এবং পরিস্থিতি অনুযায়ী আপনি যে কোনো শুভকামনামূলক বা শুকরিয়া জানানোর মতো কথা বলতে পারেন।
উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন

  • আপনিও ফি আমানিল্লাহ। (আপনিও আল্লাহর নিরাপত্তায় থাকুন)
  • জাজাকাল্লাহু খায়রান। (আল্লাহ আপনাকে ভালো করুন)
  • আল্লাহ হাফেজ। (আল্লাহ আপনাকে রক্ষা করুন)
  • আসসালামু আলাইকুম। (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
error: Content is protected !!