ফিজিওলজি কাকে বলে?

জীববিজ্ঞানের যে শাখায় জীবদেেহের নানা অঙ্গপ্রত্যঙ্গের জৈবরাসায়নিক কার্যাদি এবং জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কাজের বিবরণ আলোচনা করা হয় তাই ফিজিওলজি।

সহজ কথায়, ফিজিওলজি হলো জীবের শরীর কীভাবে কাজ করে, সেই সম্পর্কে জানার বিজ্ঞান।

error: Content is protected !!