প্রসঙ্গ কাঠামো কাকে বলে?

যে দৃঢ় ব্যবস্থার সাপেক্ষে কোন বস্তুর অবস্থান, স্থিতি, গতি নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বস্তু বলে। কোনো বস্তুর গতি ব্যাখ্যা করার জন্য একটি সুনির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয়, যার সাপেক্ষে বস্তুটির গতি বর্ণনা করা হয়। একে প্রসঙ্গ কাঠামো বলে। পরস্পর লম্ব তিনটি সরলরেখা দ্বারা গঠিত যে স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে কোনো বস্তুর অবস্থান বা গতি নির্ণয় করা যায় তাকে প্রসঙ্গ কাঠামো বলে।

প্রসঙ্গ কাঠামোর প্রকারভেদ

প্রসঙ্গ কাঠামো প্রধানত দুই প্রকার। যথা-

১। জড় প্রসঙ্গ কাঠামো
২। অজড় প্রসঙ্গ কাঠামো

error: Content is protected !!