মিনির সঙ্গে কাবুলিওয়ালার প্রথম পরিচয় ঘটনার কথা এখানে বলা হয়েছে।
কাবুলিওয়ালাকে ডেকে আনলেও তার ঝুলি দেখেই মিনি দৌড়ে ঘরের ভেতর চলে যায়। মিনির বাবা মিনির অমূলক ভয় ভাঙিয়ে তাকে অন্তঃপুর থেকে ডেকে আনলেন। সে বাবার গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে। কাবুলিওয়ালা তাকে বাদাম-কিশমিশ দিতে গেলে সে দ্বিগুণ সন্দেহে বাবার হাঁটুসংলগ্ন হয়ে থাকে। এই ভয় আর সন্দেহের মধ্য দিয়েই কাবুলিওয়ালার সঙ্গে তার প্রথম পরিচয় ঘটে।