জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. মহাকর্ষ কাকে বলে?
২. নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখ।
৩. অভিকর্ষ কী?
৪. অভিকর্ষজ ত্বরণ কী?
৫. ভর কাকে বলে?
৬. ওজন কাকে বলে?
৭. ওজনহীনতা কাকে বলে?
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
১. অভিকর্ষকে এক ধরনের মহাকর্ষ বলা হয় কেন?
২. মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি কেন?
৩. ভর বস্তুর মৌলিক ধর্ম – ব্যাখ্যা করো।
৪. পৃথিবী ও চাঁদে কোন বস্তুর ভর অপরিবর্তিত থাকে কেন?
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব তিনগুণ বাড়ালে এদের আকর্ষণ বলের কী পরিবর্তন হবে এবং কেন পরিবর্তন হবে?
২. অভিকর্ষজ ত্বরণ বলতে কী বোঝায়?
৩. ভর ও ওজনের তিনটি পার্থক্য লেখো।
৪. কোনো বস্তুর ভর পৃথিবী ও চাঁদে সমান হবে কেন? ব্যাখ্যা করো।
৫. পৃথিবীর মেরু অঞ্চল ও বিষুব অঞ্চলে একই বস্তুর ওজনে পার্থক্য দেখা যায় কেন?
৬. অভিকর্ষজ ত্বরণ বলতে কী বোঝায়?
৭. পৃথিবীর বিভিন্ন স্থানে ওজনের তারতম্য হওয়ার কারণ কী?