পিপেট ফিলার কেন ব্যবহার করা হয়?

রাসায়নিক পরীক্ষাগারে তরল পদার্থের নির্দিষ্ট পরিমাণ স্থানান্তরকল্পে পিপেট ব্যবহার করা হয়। ব্যবহারিক কাজে তরল রাসায়নিককে পিপেটের মাধ্যমে মুখ দিয়ে টেনে এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তর করা খুবই বিপদজনক। এ বিপদ এড়ানোর জন্য পরীক্ষাগারে পিপেট ফিলারের মাধ্যমে পিপেট দ্বারা নির্দিষ্ট পরিমাণ তরল স্থানান্তর করা হয়।

error: Content is protected !!