পশ্চিমবঙ্গে মূলত পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমায় কাজুবাদামের চাষ বেশি হয়। কাঁথির তাজপুর, মাজনা, গারুয়া, নামালের মতো জায়গায় সারা বছর কাজু বাদামের চাষ এবং প্রক্রিয়াকরণের কাজ চলে। এছাড়া, পশ্চিমবঙ্গের দক্ষিণ জেলার বিভিন্ন এলাকায় এখন কাজুবাদামের বাণিজ্যিক চাষ শুরু হয়েছে।