যে উপগ্রহের সাহায্যে দেশের নদীর ও সমুদ্রের খোঁজ খবর রাখা হয় সেটিই হচ্ছে নৌপরিবহন উপগ্রহ। এটির মাধ্যমে দেশের নদ-নদীর নিরাপত্তা, নদীর ভাঙন, কোনো দুর্ঘটনা, সমুদ্রের নিরাপত্তা, সমুদ্রের সীমানা নির্ণয়, সমুদ্র পথে কোনো দস্যুদের অনুপ্রবেশ, মূলত এসব করার জন্যই নৌপরিবহন উপগ্রহ তৈরি করা হয় ।