কোনো নদীর একটি নির্দিষ্ট স্থান দিয়ে একটি নির্ধারিত সময়ের মধ্যে যে পরিমাণ জল প্রবাহিত হয়, তাকে নদীর প্রবাহ বলে। অর্থাৎ কোনো নদীর নিদিষ্ট একটি স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন একক জল প্রবাহিত হয়, তাকে নদীর প্রবাহ বলে। সুতরাং নদীর প্রবাহ বলতে (১) জলের পরিমাণ এবং (২) জলস্রোতের গতিবেগ – এই দুটি বিষয়কে একত্রে বোঝায়। নদীর প্রবাহ পরিমাপের একককে বলা হয় কিউসেক (ঘন ফুট/সেকেন্ড)। তবে সম্প্রতি মেট্রিক পদ্ধতিতে হিসাব করার জন্য কিউসেকের পরিবর্তে কিউমেক (ঘন মিটার/সেকেন্ড) একক চালু হয়েছে।