দ্রবণ কাকে বলে?
দুই বা ততোধিক বস্তুর এমন একটি সমসত্ত্ব মিশ্রণ যাতে বস্তুসমূহের আপেক্ষিক পরিমাণ ধীরে ধীরে পরিবর্তিত হতে পারে তাকে দ্রবণ বলে।
দ্রব কাকে বলে?
দ্রবণে যে পদার্থ অপেক্ষাকৃত কম পরিমাণে থাকে তাকে দ্রব বলে।
দ্রাবক কাকে বলে?
দ্রবণে যে পদার্থ অধিক পরিমাণে থাকে তাকে দ্রাবক বলে।
জলীয় দ্রবণ কাকে বলে?
দ্রব ও দ্রাবক মিশ্রিত করে দ্রবণ প্রস্তুত করা হয়। দ্রবণ প্রস্তুতের সময় বিভিন্ন তরল পদার্থ যেমন – পানি, অ্যালকোহল, এসিড ব্যবহার করা হয়। তবে শুধুমাত্র দ্রাবক হিসেবে পানির তৈরি দ্রবণকে জলীয় দ্রবণ বলে।
- বিকারের দ্রবণকে তাপ দেওয়ার কৌশল কী?
- দ্রবণ প্রস্তুতিতে আয়তনমাপিক ফ্লাস্ক ব্যবহারের সুুবিধা কী?
- জলীয় দ্রবণে Cl আয়ন শনাক্তকরণে সিলভার নাইট্রেট পরীক্ষা বর্ণনা কর।
- সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে? সম্পৃক্ত ও অসম্পৃক্ত দ্রবণ সনাক্ত করার উপায়
- প্রমাণ দ্রবণ কাকে বলে? প্রমাণ দ্রবণের ব্যবহার
- দ্রবণ প্রস্তুতিতে আয়তনমাপিক ফ্লাস্ক ব্যবহারের সুুবিধা কী?
- প্রমাণ ক্ষমতা কাকে বলে?
- গরম তরল স্যুপ কাকে বলে? শর্তাবলী, বিক্রিয়া, বিবর্তন, প্রমাণ, সীমাবদ্ধতা, বিতর্ক এবং তাৎপর্য