দ্বিনিষেক কাকে বলে?

সপুষ্পক উদ্ভিদে নিষেকের সময় একটি পুংজনন কোষ ডিম্বানুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে। অপর একটি পুংজননকোষ গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে সস্য কোষ সৃষ্টি করে। প্রায় একই সময়ে দুটি পুংজনন কোষের একটি ডিম্বাণু এবং অপরটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। দ্বিনিষেক বলতে এই ঘটনাকেই বোঝানো হয়।

error: Content is protected !!