দুর্বল এসিডের অনুবন্ধী ক্ষারক সবল হয় কেন?

সাধারণত দুর্বল এসিডের অনুবন্ধী ক্ষারক তীব্র হয়। কারণ, দুর্বল এসিড প্রোটন দান করার পর যে ক্ষারকের সৃষ্টি হয়, তার প্রোটন গ্রহণ করার প্রবণতা বেড়ে যায়। হাইড্রাসিডগুলোর মধ্যে HF সবচেয়ে দুর্বল এসিড। এটি পানিকে H+ দান করার পর F আয়ন গঠন করে। এটি HF এর অনুবন্ধী ক্ষারক এবং এটি তীব্র ক্ষারক। 

HF + H2O ↔ H3O++F

error: Content is protected !!